ভোক্তাকন্ঠ ডেস্ক: অগ্রাধিকার ভিত্তিতে অভিবাসী শ্রমিকদের মর্যাদা দেওয়াসহ অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে এ দাবি জানান বক্তারা।
এসময় বিদেশ ফেরত খুরশিদা বেগম বলেন, আমি করোনার কারণে চাকরি হারিয়েছি। করোনার ভুল রিপোর্ট দেওয়া হয়েছে। এগুলো যেন না হয় এবং এর ফলে কেউ যেন চাকরি না হারায়। আমি বিদেশে নানা নির্যাতনের শিকার হয়েছি। দেশে এসে এখন কোনো কাজ নেই। এই অবস্থার পরিত্রাণ চাই।
বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের (বিএনএসকে) এচিং মারমা বলেন, এখানে আজ আমরা দাঁড়িয়েছি নারী শ্রমিকদের দাবি আদায়ে। পুরুষের চেয়ে বেশি নির্যাতিত হচ্ছে নারী শ্রমিকরা। তারা তাদের সম্মানটুকুও পায় না। তাদের ন্যূনতম সম্মান দেওয়া হয় না।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উপদেষ্টা আবুল হোসেন বলেন, এতো উন্নয়ন হচ্ছে এসব কাদের পয়সায়? সবই শ্রমিকদের পয়সায়। অথচ তাদের কোনো মূল্যায়ন করা হয় না। তাদের যে সম্মান ও অধিকার তা দেওয়া হয় না।