ভোক্তাকন্ঠ ডেস্ক: করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সদস্য ও তাদের পরিবারের জন্য সপ্তাহে তিন দিন করোনা টেস্টের ব্যবস্থা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ডিআরইউ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় ডিআরইউ জানিয়েছে, সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের তিন ঘণ্টার মধ্যেই টেস্টের রেজাল্ট পাওয়া যাবে।
ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য ডিআরইউ থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন। এ বিষয়ে সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেছে ডিআরইউ।