ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা অধিকার রক্ষায় জাতিসংঘ অনুমোদিত অধিকারগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমান।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গোলাম রহমান বলেন, ‘বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে ভোক্তারা যেন ন্যায্য অধিকার আদায় পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়া সরকারের আইন মেনে ব্যবসায়ীদের চলতে হবে। সরকারের আইনগুলো বাস্তবায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের সবাইকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য দেওয়া সম্ভব নয়, তবে সব মানুষকে সহায়তার ব্যবস্থা করতে হবে।’
ভোক্তাদের উদ্দেশ্য করে ক্যাব সভাপতি বলেন, ‘বাজারে বাড়তি চাহিদার চাপ সৃষ্টি করবেন না। এতে করে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পাবে। সুযোগ পেলেই তারা অধিক মুনাফা করবে।’
ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অনেক দেশে বিশেষ দিনগুলোতে পণ্যে ছাড় দেওয়া হয়, আমাদের দেশে এ ধরনের কোনো সুবিধা দেওয়া যায় কি না ভেবে দেখা দরকার।’ পাশাপাশি অধিক লাভ না করে সীমিত লাভে বেশি বিক্রির জন্য অনুরোধ জানান ক্যাব সভাপতি।
আলোচনা সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।
-আরইউ