ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করে চলাচলে উন্মুক্ত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন আগারগাঁও মাহবুব-মোর্শেদ সরণির প্রধান সড়কের দুইপাশের ফুটপাত দখল করে রাখা ১০০টির অধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অভিযানে ফুটপাত দখল করে রাখা ১০০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন অঞ্চল ০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।’

আরইউ