ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের অন্তর্গত জেলা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার-২০২৩ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পুরস্কারের সম্মানী, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।

শুদ্ধাচার পুরস্কার-২০২৩ প্রদান (সংশোধন) নীতিমালা-২০২১ এর আলোকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের মধ্যে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালকগণ, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালকগণ এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালকসহ প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মচারীগণ।

প্রধান কার্যালয় কর্তৃক চারটি ক্যাটাগরিতে ছয় জন কর্মকর্তা-কর্মচারীকে এবং ঢাকা বিভাগীয় কার্যালয় কর্তৃক দুটি ক্যাটাগরিতে দু’জন কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার-২০২৩ প্রদান করা হয়।

যারা পুরস্কার পেলেন-

গ্রেড-২ থেকে গ্রেড-৯ ক্যাটাগরিতে (যৌথ ভাবে) প্রধান কার্যালয়ের উপপরিচালক (কার্যক্রম) শাহনাজ সুলতানা ও সহকারী পরিচালক (কার্যক্রম) তাহমিনা বেগম।

গ্রেড-১০ থেকে গ্রেড-১৬ ক্যাটাগরিতে (যৌথ ভাবে) প্রধান কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শারমিন আক্তার ও সহকারী হিসাবরক্ষক জাহাঙ্গীর আলম।

গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ ক্যাটাগরিতে প্রধান কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মো. আব্দুল কুদ্দুছ।

বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন।

ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে গ্রেড-৯ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এবং বিভাগীয় পর্যায়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

পুরস্কার প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পুরস্কার প্রাপ্তির পর তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন এবং কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুরস্কার প্রাপ্তসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমান সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে কাজে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার মধ্যে বাংলা নববর্ষ ভাতা, শুদ্ধাচার পুরস্কার প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য। শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা-কর্মচারী এক বছর পুরস্কার পেলে পরবর্তী তিন বছর পুরস্কার পাবেন না। এই সীমাবদ্ধতার জন্য পুরস্কার প্রাপ্তির যোগ্য হলেও সবাইকে পুরস্কার প্রদান করা সম্ভব হয় না।

তিনি পুরস্কার প্রাপ্ত সকলকে ধন্যবাদ জানান এবং তাদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি পুরস্কার কাজের স্বীকৃতি দেয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধকে বাড়িয়ে দেয়।

সরকারি সেবা প্রদানে অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ তাদের নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এ এইচ এম সফিকুজ্জামান।

-এসআর