১৫ অগাস্টের শহীদদের স্মরণে ক্যাবের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ‘১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা ও তাঁদের শিশু পুত্র শেখ রাসেলসহ যারা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায়’ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নং সেক্টরের কেন্দ্রীয় পার্কে (বটতলা) এ কর্মসূচির আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ও ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম শামস এ খান, উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা রহমান পপি প্রমুখ।

ক্যাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, ‘১৯৭৫ সালের ১৫ই অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তার শিশু পুত্র শেখ রাসেলসহ যারা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ক্যাবের পক্ষ থেকে নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের মূল দাবি হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা। কারণ স্বাধীনতা বিরোধী এই দেশদ্রোহীরা আরও বেশি শক্তিশালী হয়ে স্বাধীন এই দেশটাকে পরাধীন রাষ্ট্রে পরিণত করার হীন চেষ্টা চালাচ্ছে। তারই লক্ষ্যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তারা পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। এই স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে সবাইকে সোচ্চার হতে হবে।’

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও উত্তরা প্রভাতী কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খান, উত্তরা ১৩ নং সেক্টর ওয়েল ফেয়ার সোসাইটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি ইন্জিনিয়ার মীর রেজাউল করিম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খলিলুর রহমান, ব্যাংকার রফিকুল ইসলাম, সমাজসেবক আব্দুল কাদের, সাবেক সরকারি কর্মকর্তা ও সমাজসেবক শাহজাহান মুন্সী, সমাজসেবক ড. আব্দুল জলিলসহ প্রায় ২০০ মানুষ।

-এসএম