ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে সবসময়ই পাশে থাকে সামাজিক সংগঠন ‘ইনার হুইল ক্লাব উত্তরা।’ এবার সেই সেবার তালিকা আরও প্রসারিত করল সংগঠনটি। এবার রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে চারটি সেবামূলক প্রকল্প বাস্তবায়ন করেছে।
‘ইনার হুইল ক্লাব অব উত্তরা’র প্রেসিডেন্ট কাজি আসমা হকের নেত্রীত্বে সংগঠনের আরও তিন জন সদস্য গত ১৩ মে হাসপাতালটিতে আসেন। এ সময় তারা ১০ জন নার্সকে এক বছর ট্রেনিংয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। এই সহায়তা পেয়ে একজন সেবিকা বলেন, ‘এই সংগঠনটি আমাদের পাশে দাঁড়ানোয় আমরা খুবই খুশি এবং আনন্দিত। এই প্রশিক্ষণ আমাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
হাসপাতালে আগত রোগীদের সুপেয় পানির অভাব সবসময়ই থাকে। সেই বিবেচনায় গত বছর একটি পানির ফিল্টার মেশিন দিয়েছিল ‘ইনার হুইল ক্লাব অব উত্তরা।’ তবে তা রোগীর সংখ্যার তুলনায় যথেষ্ট ছিল না। তাই রোগীদের কষ্ট কিছুটা লাঘব করতে আরও একটি পানির ফিল্টার মেশিন প্রদান করেন।
সংগঠনটির প্রেসিডেন্ট কাজি আসমা হক বলেন, ‘আমরা সবসময়ই মানুষের পাশে আছি এবং থাকব। আমাদের সেবামূলক কার্যক্রম চলতে থাকবে, ক্লাবের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু আমরা করে যাবো। তাতে কারও উপকার হলেই আমরা খুশি।’
ক্যান্সার হাসপাতালে রোগীদের জন্য নতুন একটি বেড দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
এছাড়াও সম্মানিত ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি রুকসানা সিদ্দিকের উপস্থিতিতে সংগঠনটি একজনকে একটি ল্যাপটপ প্রদান করেন।