খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠন অক্সিজেন সংকট কমাতে অক্সিজেন ব্যাংক সেবা চালুর উদ্যোগ নিয়েছে।
বাঁধন খুবি ইউনিটের উদ্যোগে আজ মঙ্গলবার থেকে ‘খুলনা বিশ্ববিদ্যালয় অক্সিজেন ব্যাংক’ সেবা চালু করা হচ্ছে। এ ছাড়া খুবি রোটার্যাক্ট ক্লাব ও খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুয়া) যৌথ উদ্যোগে চালু হচ্ছে ‘রোটার্যাক্ট খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অক্সিজেন ব্যাংক’। সংগঠনের সদস্য এবং জনসাধারণের দেওয়া অর্থ ও সহায়তায় এই অক্সিজেন ব্যাংকগুলো পরিচালিত হবে।
অক্সিজেন ব্যাংকের আওতায় অগ্রাধিকারের ভিত্তিতে বিশ্ববদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, রোটার্যাক্টর ও রোটারিয়ানদের এই সেবা দেবে। সংগঠনটির সেবা পেতে যোগাযোগ করতে হবে তাদের ০১৯৪৩৫০১২৩৮ ও ০১৯৮০৪৪৫৪২৪৩ মোবাইল নম্বরে।
বাঁধন খুবি ইউনিট প্রাথমিকভাবে মাত্র পাঁচটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে। খুবির অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ও খুলনার মানুষের পাশে দাঁড়াতে সবার সহযোগিতায় পর্যায়ক্রমে সিলিন্ডার সংখ্যা আরও বাড়ানো হবে। সংগঠনটির সেবা পেতে যোগাযোগ করতে হবে তাদের ০১৯২৪৩৯৩১৭৩ ও ০১৯৫২৩১৮১১৩ মোবাইল নম্বরে।