অনলাইন ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্ব খুব শিগগিরই বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে। যা ভেঙে দেবে অতীতের সব রেকর্ড । আর এমনটি আশঙ্কা করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের মাধ্যমে এই আশঙ্কার কথা প্রকাশ করেন আন্তোনিও গুতেরেস। তিনি বিশ্বববাসীকে সতর্ক করে বলেন, করোনাভাইরাসের মহামারি রুপ ঠেকাতে দেশগুলো যে পদক্ষেপ নিচ্ছে তাতে জটিল পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না হয়তো।
এসসময় তিনি পরিস্থিতি মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসে বলেন, ‘এই অবস্থায় বিশ্ব অর্থনীতির নেতাদের সমন্বয় করে, মাথা ঠান্ডা রেখে এবং আরও উদ্ভাবনীমূলক পদ্ধতি অবলম্বন করে কাজ করতে হবে। আমরা একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। স্বাভাবিক নিয়মে এর থেকে বের হওয়া যাবে না।’
বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে আন্তোনিও গুতেরেস বলেন, ‘বিশ্ব এখন অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। আমরা এখন এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছি।’ তিনি বলেন, ‘আমি বিশ্বনেতাদের একসঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার আহ্বান করছি।’
ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের কথা বিবেচনা করার কথাও বলেন আন্তোনিও গুতেরেস।