২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে এয়ারপোর্ট-গাজীপুর রুটে বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) করিডোরের কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিআরটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিআরটির প্রধান কার্যালয়ে তিনি এ কথা জানান।
তিন বলেন, প্রকল্পের এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি ৬৩ দশিমক ২৭ শতাংশ।
প্রকল্পের অধীনে বিআরটি করিডোর ২০ দশমকি ৫ কিলোমিটার, ফ্লাইওভার ছয়টি, এলিভেটেড সড়ক ৪ দশমিক ৫ কিলোমিটার, সংযোগ সড়ক ১৪১টি, মার্কেট উন্নয়ন ১০টি, স্টর্ম ড্রেন ১২ কিলোমিটার, আটলেন বিশিষ্ট টঙ্গী সেতু, গাজীপুর বাস ডিপো, জয়দেবপুর বাস টার্মিনাল ও এয়ারপোর্ট বাস টার্মিনাল এবং পিপিপি ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মাল্টিমোডাল হাব নির্মাণের কথা রয়েছে। মোট স্টেশন হবে ২৫টি।