আজ থেকে আবারও দেশে গণ টিকাদান শুরু হয়েছে। ৩৫ কিংবা তার বেশি বয়সী মানুষ এই টিকার জন্য আবেদন করতে পারবেন।
সোমবার (১২ জুলাই) থেকে করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে থেকে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) থেকে শুরু হবে মডার্নার টিকাদান। দেশের ১২টি মহানগরে এই টিকা দেওয়া শুরু হবে।
জানা গেছে, গত ১৯ জুন থেকে দেশজুড়ে মেডিক্যাল শিক্ষার্থীদের টিকা প্রয়োগের মাধ্যমে আবার গণটিকাদান শুরু হয়। তবে আজ থেকে গনটিকাদান শুরু হলো।
টিকা দান সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, ‘টিকার আওতা বাড়িয়ে ৩৫ বছর পর্যন্ত করা হয়েছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে এখন ৩৫ বছর ও এর বেশি বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। নিবন্ধনের পর এসএমএস দেয়া হবে। এসএমএস পেলে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।’
আরও পড়ুনঃ চালের মূল্য বৃদ্ধি আটকাতে আমদানি করা হবে