বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের দেড় কোটি ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা কিনছে। যার মধ্যে এই মাসেই ২০ লাখ ডোজের প্রথম চালান ঢাকায় পৌঁছেছে। চীনের সিনোফার্মের সাথে আরও টিকা কিনতে আলোচনা করছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে বলেন, ‘সিনোফার্মের কাছ থেকে আরও টিকা কেনার জন্য আলাপ চলছে। তবে সিনোভ্যাকের সাথে এই মুহূর্তে কোনও আলোচনা হচ্ছে না।’
রাশিয়ার স্পুটনিকের সাথে এ মাসেই চুক্তি হতে পারে।
তিনি আরও বলেন, ‘চীন থেকে আমরা যে টিকা কিনেছি তার প্রথম চালান চলে এসেছে। এটি নিয়মিত আসতে থাকবে এবং এ ব্যাপারে সন্দেহের অবকাশ নাই।’
তিনি রাশিয়ার স্পুটনিকের আলোচনা সম্পর্কে বলেন, ‘রাশিয়ার স্পুটনিকের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি এ মাসের মধ্যেই এটি শেষ হবে। সেখান থেকেও আমরা কিছু টিকা পাবো।’
সারাদেশে কিভাবে টিকা বণ্টনের হবে তা নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘যেমন যেসব টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় সেগুলো শহরে এবং যেগুলো সহজে সংরক্ষণ করা যায় সেগুলি শহরের বাইরে বেশি কার্যকর।’
জানা গেছে, এখন দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা ও সিনোফার্মের টিকা রয়েছে এবং স্পুটনিকের টিকাও সামনে আসছে।