খাবারের বলে কাপড়ের রং বিক্রি: ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজারে ফুড গ্রেড কালার বলে কাপড়ে ব্যবহারের রং বিক্রি করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মৌলভীবাজারের মসলার পাইকারি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, প্রধান কার্যালয় সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।

অভিযানে দেখা যায়, শুধুমাত্র টেক্সটাইলে ব্যবহারের রং খাবারের রং হিসেবে বিক্রি করছে। এ অপরাধে ইমরান স্টোরকে এক লক্ষ টাকা, বাদল স্টোরকে ৫০ হাজার ও সালাউদ্দিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল ভোক্তাকণ্ঠকে বলেন, ‘নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ মৌলভীবাজারের মসলার পাইকারি দোকানগুলো অভিযান চালানো হয়েছে। এখানে তিনটি দোকানে শুধুমাত্র টেক্সটাইলে ব্যবহারের রং খাবারের রং হিসেবে বিক্রি করছিল। আমরা এর আগেও ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করেছি। কোন ভাবেই টেক্সটাইলে ব্যবহারের রং খাবারের রং হিসেবে বিক্রি করা যাবে না। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে এমন অপরাধ করেই যাচ্ছে।

তিনি বলেন, ‘আজ তিনটি দোকানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের বলতে চাই- কাপড়ের ব্যবহারের রং খাবারের রং হিসেবে বিক্রি করা যাবে না। যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

-আরইউ