ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাবলা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সেতুর ওপর উত্তরাঞ্চলগামী একটি ট্রাকের চাকা খুলে গেলে ট্রাকটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। ফলে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেলে এই যানজটের সৃষ্টি হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। সকাল সাড়ে ৭টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ফের যান চলাচল শুরু হয়।

সেতু কর্তৃপক্ষ জানায়, ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী একটি ট্রাকের চাকা বঙ্গবন্ধু সেতুর ওপর খুলে যায়। এতে করে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। ফলে ওই লেন দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় সেতুর টোল আদায়। পরে সেতু থেকে ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
 
দ্রুতই যানজট নিরসন হবে বলেও জানায় কর্তৃপক্ষ।