দই খাচ্ছি, নাকি দইয়ের পাত্র

বরিশালের বাজার রোডে অবস্থিত ‘হক মিষ্টান্ন ভাণ্ডার’-এ দই কিনতে গিয়ে প্রতারণার স্বীকার হয়েছেন এক ভোক্তা।

নাম গোপন করার শর্তে তিনি ‘ভোক্তাকণ্ঠ’কে তাঁর সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন এভাবে, “দধি ওজন করার সময় পাত্রের ওজনকে বাদ দেওয়া হয়না। সেক্ষেত্রে ক্রেতাদেরকে দইয়ের দামেই দইয়ের পাত্র কিনতে হচ্ছে। যেমন ধরুন, আপনি যদি চার’শো গ্রাম দই কিনেন তাহলে দেখা যাবে সেই চার’শো গ্রামের মধ্যে দেড়শো গ্রাম পাত্রের ওজন আর বাকি আড়াইশো গ্রাম দই। তাহলে আপনি আড়াইশো গ্রাম দই কিনলেন আর দেড়শো গ্রাম কিনলেন পাত্র। কিন্তু কথা ছিল আপনি চার’শো গ্রামই দই কিনবেন।”

এরকম ঘটনা হয়তো অহরহ ঘটে, কিন্তু আমাদের চোখ এড়িয়ে যায়। আসুন আমরা প্রত্যেকে সচেতন হই। ভোক্তার সচেতনতাই পারে ভোক্তাকে তাঁর ন্যায্য অধিকার আদায় করাতে।

এমএস