ভোক্তাকন্ঠ ডেস্ক: দেশের রপ্তানি পরিস্থিতি, রপ্তানি ক্ষেত্রে বিরাজমান-উদ্ভুত সমস্যা, রপ্তানির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত এবং এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়াদি পর্যালোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে সভাপতি করে ‘রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি’ গঠন করেছে সরকার।
শুক্রবার (২২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সহ-সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, নৌমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, বস্ত্র ও পাটমন্ত্রী, বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তিমন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, অর্থবিভাগের সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়ে সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নৌ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, কৃষি সচিব, শিল্প সচিব, বেসামরিক বিমান ও পর্যটন সচিব।
সদস্য হিসেবে আরও রয়েছেন— রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান, বিনিয়গ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি, বিজিএমইএর সভাপতি, বিকেএমইএর সভাপতি, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যায়ার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি, হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি, বাংলা ক্রাফটের সভাপতি, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ফ্রুটস-ভেজিটেবলস অ্যান্ড এলাইড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বেসিসের সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটাক্যাল ইন্ড্রাস্ট্রিজের সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি।
কমিটির কার্যপরিধি বিষয়ে বলা হয়েছে, দেশের সার্বিক রপ্তানি পর্যালোচনা, টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে রপ্তানি পদ্ধতি, রপ্তানিতে উৎসাহ দেওয়া ও রপ্তানি দ্রব্য উৎপাদন সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা ও সুপারিশ-সিদ্ধান্ত নেওয়া, রপ্তানি ক্ষেত্রে বিরাজমান-উদ্ভুত সমস্যাদি পর্যালোচনা ও সুপারিশ-সিদ্ধান্ত নেওয়া, রপ্তানির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত বিষয়াদি পর্যালোচনা এবং এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়াদি পর্যালোচনা ও সুপারিশ-সিদ্ধান্ত নেওয়া।
গঠিত এ কমিটি নিয়মিতভাবে বৈঠকে মিলিত হবে, বাণিজ্য মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।