সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে করোনায় প্রাণহানির সংখ্যা কমেছে কিন্তু শনাক্তের হার বেড়েছে। আগের দিনের তুলনায় ১ শতাংশের কাছাকাছি শনাক্তের হার বেড়েছে।
এখানে আরেকটি বিষয় হলো, একই সময়ের পরীক্ষা হয়েছেও কম। অর্থাৎ, কম পরীক্ষায় কম শনাক্ত এ অনুমান পুরোপুরি এখানে খাটছে না।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৭ হাজার ৬১৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৪ ঘণ্টায় মোট ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়। এ নিয়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়ালো ৩০.৪৮ শতাংশে। গতকাল অর্থাৎ মঙ্গলবারও এই হার ছিল ২৯.৩১ শতাংশ। মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৭৩ জনের মৃত্যু হয়েছে।
ঈদের ছুটি থাকায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজারেরও সামান্য কম, সে হিসেবে শনাক্তও কম। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আগের দিনের চেয়ে শনাক্তের হার প্রায় ১ শতাংশ বেড়েছে। অর্থাৎ, শনাক্ত রোগীর সংখ্যা কমলেও সংক্রমণের মাত্রা আসলে কমেনি।
আরও পড়ুন: শুক্রবার থেকে সুপার লকডাউন – Voktakantho