বাংলাদেশে কোভিড টিকার ক্লিনিক্ল্যাল ট্রায়ালের জন্য আবেদন করা হচ্ছে তবে এই টিকাটি কোন সূচ মাধ্যমে দেওয়া হবে না। নাক দিয়ে টেনে নেওয়া যায় এমন টিকার ট্রায়াল করতে চায় সুইডেনের ইম্যিউন সিস্টেম রেগুলেশন হোল্ডিং এবি।
টিকাটি নাক দিয়ে টিকা টেনে নিতে হবে, যেতে হবে না টিকাদান কেন্দ্রে। এসব টিকা সংরক্ষণের ঝামেলাও তেমন নেই।
এই টিকাটি উদ্ভাবন করেছে সুইডেনের ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি। এটির পরীক্ষামূলক প্রয়োগের জন্য কন্ট্রাক্ট রিসার্চ
অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে।
মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসিতে আবেদন করা হবে এবং বাংলাদেশে এই টিকা তৈরির জন্য একটি ওষুধ
প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করেছে সুইডিশ কোম্পানিটি।
করোনাভাইরাসের নানা ধরনের টিকা আবিষ্কারের চেষ্টা হচ্ছে বিশ্বজুড়ে। নাক দিয়ে গ্রহণ করা যায় এমন টিকা আবিষ্কার
হলে টিকার ধারণাই হয়তো পরিবর্তন হয়ে যাবে। এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে টিকার ক্ষেত্রে একটা বিরাট
পরিবর্তন আসবে, জানান মুগদা জেনারেল হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
টিকাটি পাউডার জাতীয় হবে। ফ্রিজে রাখতে হবে না, সুইও লাগবে না এবং টিকা কেন্দ্রেও যেতে হবে না।
এই টিকাটি ১৮০ জনের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার পরিকল্পনা হচ্ছে। এরা সবাই স্বাস্থ্যকর্মী। মুগদা মেডিকেল
কলেজ হাসপাতালে এই পরীক্ষা হতে পারে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা আইনত অপরাধ। এ ব্যাপারে ভোক্তভোগী ভোক্তা অভিযোগ কেন্দ্রে অভিযোগ করেছেন এবং সঠিক বিচার দাবি করেছেন।
আরো সংবাদ দেখুন: টাকা পেয়েই ক্রেতাকে ব্লক, কচ্ছপ গতিতে ডেলিভারি দিচ্ছে REDX, দারাজের পণ্যে গুণগত মানের নিশ্চয়তা নেই, Transcom Electronics এর বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ