নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাপ্তান বাজারে মসলার দোকানে কাপড়ে ব্যবহারের রং বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কাপ্তান বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, শরবত, চিকেন গ্রিল, চিকেন ফ্রাই, শিক কাবাব, কাচ্চি বিরিয়ানী, চকলেট, আইসক্রিম, কেক, চানাচুরসহ অন্যান্য খাদ্যসামগ্রী তৈরিতে ফুড গ্রেড হিসেবে কাপড়ে ব্যবহৃত রং ব্যবহার করা হচ্ছে।
অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে ভাই ভাই স্টোরকে ৫০ হাজার টাকা এবং মায়ের দোয়া স্টোরকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় মসলার দোকানে কাপড়ে ব্যবহৃত রং বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান এই কর্মকর্তা।
-আরইউ/এমএ