ভোক্তাকণ্ঠ ডেস্ক: লাইসেন্স না নিয়ে পণ্য বিক্রি করায় আমানা বিগ বাজার সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার রাজধানীর কাকরাইলের নাসির টাওয়ারে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ সনদ ছাড়া হলুদ গুড়া, বাদাম, এলাচ, জিরা, সাগুদানা ইত্যাদি বিক্রি করে আসছিল।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।
প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই’র পরিদর্শক রোশনা আক্তার।