ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক ছুটি এবং করোনার দুই সপ্তাহের বিধি-নিষেধ মিলিয়ে ১৯ দিনের এক লম্বা ছুটিতে পড়ছে দেশ।
সরকার ঘোষিত বিধিনিষিধে দুই সপ্তাহ বন্ধ থাকবে অফিস, গণপরিবহন ও শপিং মল। তবে সীমিত আকারে খোলা থাকছে ব্যাংক।
দেশের বেশিরভাগ ব্যাংকের ছুটি আজ থেকে শুরু হলেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংকগুলোর শাখা-উপশাখা খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।
একই সাথে খোলা থাকবে তৈরি পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে কেবল ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা-উপশাখা।
আগামীকাল বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অর্থাৎ ঈদের তিন দিন (২০, ২১ ও ২২ জুলাই) ছুটি। ২৩ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলা ১৪ দিনের বিধিনিষেধের মেয়াদ শেষে ৬ ও ৭ আগস্টও সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি। সব মিলিয়ে মোট ১৯ দিনের টানা ছুটিতে পড়ছে দেশ।
২৩ জুলাই থেকে ৫ আগস্টের বিধিনিষেধে বন্ধ থাকবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে সব শিল্প কারখানা এবং গণপরিবহন।