ভোক্তাকন্ঠ ডেস্ক:
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উদ্যোগে দেশে ৫জি তরঙ্গ নিলাম শুরু হয়েছে। এবার নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গেও ফ্লোর প্রাইস বা বেইজ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৬ মিলিয়ন। এতে তরঙ্গ ক্রয়কারীদের জন্য ৫জি সেবা চালুর জন্য ৬ মাসের রোলআউট অবিলগেশন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই নিলামে অংশ নিয়েছে মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ও রাষ্ট্রায়ত্ব টেলিটক। যদিও নিলামে টেলিটকের অংশগ্রহণ নিয়ে গ্রামীণফোন ও রবি আপত্তি জানিয়েছিল। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৬টি ব্লকে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ করবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার অবশ্য বলছেন, টেলিটকের অংশগ্রহণ তরঙ্গ নিলামকে আরও প্রতিযোগিতাপূর্ণ করবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিলামে উপস্থিত রয়েছেন।