ভোক্তাকণ্ঠ ডেস্ক: নতুন বছরেই ইলন মাস্ক টুইটারে নিয়ে আসছে নতুন সুবিধা। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছে ‘সাইড সোয়াপ’ ফিচার। এখন থেকে ব্যবহারকারীরা টুইট, ট্রেন্ড, বিভিন্ন বিষয় এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে স্ক্রোল ডাউন করার মতো সাইড সোয়াইপ করার সুবিধাও পাবেন।
যদিও এই ফিচার কবে থেকে চালু হবে তার নির্দিষ্ট কোন দিনক্ষণ এখনো জানায়নি টুইটার। তবে নতুন এই ফিচারের কথা জানিয়েছেন ইলন মাস্ক নিজেই।
২০২২ সালের অক্টোবর মাসে টুইটারের দায়িত্ব নেন ইলন মাস্ক। তারপর থেকেই টুইটারের একাধিক ফিচারে পরিবর্তন এসেছে। জানুয়ারি মাসের শুরুতেই এই ফিচার চালু হবে বলে মনে করা হচ্ছে। মূলত ব্যবহারকারীদের সুবিধার জন্যই এই ফিচার লঞ্চ করা হচ্ছে। ব্যবহারকারীরা রেকমেন্ডেড এবং ফলোড টুইটের পাশাপাশি ট্রেন্ড, বিভিন্ন টপিক এবং অন্যান্য অনেক ফিচার খুব সহজেই দেখতে পাবেন। এখন টুইটারে ক্রোনোলজিকাল অর্ডারে টুইট পড়া যায়। এর পাশাপাশি হোম টাইমলাইনে রেকমেন্ডেড টুইট অনুসারে টুইট পড়া যায়।
সূত্র: গ্যাজেট ৩৬০