ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঝকঝকে, ভালো ও সুন্দর ছবি তুলতে কার না ভালো লাগে। তবে সব সময় সব জায়গায় ডিএসএলআর বয়ে নিয়ে যাওয়াও ঝামেলা। কৌশল জানা থাকলে স্মার্টফোন দিয়েই কিন্তু ডিএসএলআরের মতো ঝকঝকে ছবি তুলতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন দিয়ে কীভাবে ডিএসএলআরের মতো ঝকঝকে ছবি তুলতে পারবেন-
ক্যামেরা অ্যাপ
স্মার্টফোনের ক্যামেরা অ্যাপে অনেক অপশন থাকে। বিভিন্ন শুটিং মোডের সঙ্গেই সেটিংস বদল করার অপশন পাবেন। প্যানোরামা, টাইম ল্যাপস, ম্যানুয়াল মোডগুলোর সঠিক ব্যবহার করতে পারলে দারুণ ছবি ও ভিডিও রেকর্ড করা সম্ভব। এছাড়াও ভালো ছবি তুলতে নজর দিতে হবে ফোকাস ও এক্সপোজারে। বেশির ভাগ ক্যামেরা অ্যাপে ডিসপ্লের উপরে ট্যাপ করলে ছবির সেই অংশ ফোকাসে চলে আসে।
দিনের আলো ব্যবহার করুন
ঝকঝকে ছবি তুলতে সব সময় দিনের আলো ব্যবহারের চেষ্টা করুন। কারণ দিনের আলোতে সবচেয়ে ভালো ছবি আসে। বিশেষ করে পড়ন্ত বিকেলের আলোতে ছবি অনেক বেশি ভালো ওঠে। এই সময়কে ফটোগ্রাফির ভাষায় বলা হয় ‘গোল্ডেন আওয়ার’। এই আলোকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে মোবাইল ক্যামেরায় ছবি তুলে তাক লাগিয়ে দিতে পারবেন। কিছু ক্ষেত্রে সাবজেক্টের পাশ থেকে আলো এলেও দুর্দান্ত ছবি তোলা যায়। তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে পরীক্ষা করুন।
নাইট মোড
কম আলোতে ঝকঝকে ছবি তুলতে নাইট মোড ব্যবহার করুন। শুধু রাতে নয়, দিনেও ঘরের ভেতরে ছবি তোলার সময় এই মোড ব্যবহার করতে পারেন। তবে নাইট মোডে ছবি তুলতে একটু বেশি সময় লাগে। এই কারণে ছবি তোলার সময় কয়েক সেকেন্ড হাত শক্ত করতে না পারলে তা ঝাপসা হয়ে যাবে।
ছবি এডিট করুন
ঝকঝকে ভালো ছবির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছবি এডিট করা। এখন মোবাইলে ছবি এডিট করার জন্য একের পর এক দুর্দান্ত অ্যাপ এসেছে। এসব অ্যাপে ব্রাইটনেস, স্যাচুরেশন, কনট্রাস্ট অ্যাডজাস্ট করা সম্ভব। সঙ্গে ব্যবহার করা যায় বিভিন্ন প্রিসেট ফিল্টার। যা ব্যবহার করে খুব সহজেই ছবিতে প্রফেশনাল লুক দিতে পারবেন।
সূত্র: হাবস্পট।