ভোক্তাকণ্ঠ ডেস্ক: এই প্রথম সামাজিক যোগাযোগ টুইটারে নতুন কোন ফিচার অবমুক্ত করার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এটি হলো ‘লাইভ টুইটিং’। বর্তমান এই ফিচারটি টুইটারে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে।
লেখক ম্যাত টিব্বি এই ফিচারের প্রথম ব্যবহারকারি। এ নিয়ে তিনি একটি টুইট করেন। এ নিয়ে তিনি টুইটারে প্রথম টুইট করেন, ‘থ্রেড: টুইটার ফাইল’।
যদিও নতুন ফিচারটি নিয়ে ইলন মাস্ক টুইট করে বলেন, চলো আমরা একসঙ্গে যাই। সঙ্গে তিনি তিনটি পপকর্নের ইমোজি দিয়েছেন।
এর কিছুক্ষণ আগে তিনি আরও একটি টুইট করে জানান, লাইভ টুইটিং ফিচারের বিষয়ে আমরা দু’বার করে সব কিছু চেক করছি।
এর আগে গত বৃহস্পতিবার মাস্ক টুইটের শব্দ সংখ্যা নির্ধারিত করে দেন। যা ২৮০-১০০০ শব্দের মধ্যে রাখার চেষ্টা করছে।