ভোক্তাকণ্ঠ ডেস্ক: প্রোফাইলে থাকা একাধিক ফিল্ড তুলে নিচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আগামী ০১ ডিসেম্বর থেকেই রিলিজিয়াস ভিউ, পলিটিক্যাল, সেক্সুয়াল ইত্যাদি বিষয়গুলো প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে ফেসবুক। এমনকি যারা ওই দিনের পর অ্যাকাউন্ট খুলবেন তাদের নিজেদের ধর্মীয়, রাজনৈতিক এবং সেক্সুয়াল ভিউ সম্পর্কে ফেসবুককে কিছুই জানাতে হবে না।
সোশ্যাল মিডিয়া কনসাল্ট্যান্ট ম্যাট নাভারা সর্বপ্রথম ফেসবুকের এ পরিবর্তনের ব্যাপারে জানান।
নাভারা টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে তিনি জানান, আগামীতে কোন ফেসবুক ব্যবহারকারীকে তিনি কোন ধর্মের, বা লিঙ্গের সে ব্যাপারে কিছু জানাতে হবে না ফেসবুককে।
এতে ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকত না বলেই জানিয়েছেন ম্যাট নাভারা। আবার অনেকে অসৎ উদ্দেশ্যে ভুয়া প্রোফাইল তৈরি করে ফেসবুকের অ্যালগোরিদমকে বোকা বানানোর চেষ্টা করে গিয়েছেন।
মেটার মুখপাত্র ইমিল ভ্যাজকুয়েজ এক ব্লগপোস্টে বলেন, ব্যবহারকারীদের আরও সহজে ফেসবুক ব্যবহার এবং নেভিগেট করতে দেওয়ার প্রয়াসে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রোফাইলের একাধিক ফিল্ড তুলে নিচ্ছেন তারা। ইন্টারেস্টেড ইন, রিলিজিয়াস ভিউ, পলিটিক্যাল ভিউ এবং অ্যাড্রেস। এই পরিবর্তন মেটার বৃহত্তর জনসংযোগ প্রচেষ্টাকে প্রতিফলিত করে বলেই জানিয়েছেন তিনি।
সূত্র: টেক ক্রাঞ্চ।