ভোক্তাকণ্ঠ ডেস্ক: স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যাংকিংয়ের কাজও ঘরে বসেই করে নেওয়া যায় বিভিন্ন অ্যাপের মাধ্যমে। তবে হ্যাকাররা অনেক অ্যাপের মাধ্যমে আপনার ফোনের দখল নিতে পারে। আবার অনেক অ্যাপ মোবাইলের ব্যাটারির পক্ষে খুবই ক্ষতিকারক।
এমন কিছু অ্যাপের তালিকা জানিয়েছে গুগল। যেগুলো প্লে-স্টোর থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। চিন্তার বিষয় হচ্ছে, প্রায় ২০ মিলিয়ন ডাউনলোড হয়েছে এ অ্যাপগুলো। আপনার ফোনে থাকলে এখনই রিমুভ করে ফেলুন অ্যাপগুলো।
দেখে নিন এই তালিকায় রয়েছে এমন কিছু অ্যাপের নাম-
– ফ্লাসলাইট (টর্চ)
– কিউআর রিডার্স
– ক্যামেরা
– ইউনিত কোনভার্টস
– টাস্ক ম্যানেজারস
এমন ১৬টি অ্যাপ শনাক্ত করেছে গুগল। যেগুলোতে ক্লিকার নামের নামের ম্যালওয়্যার দেখা গিয়েছে। এসব অ্যাপ খোলার পর সেগুলো ডাউনলোড হয় রিমোট কনফিগারেশনের মাধ্যমে। ফলে তারা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায়। সেই কনফিগারেশন ডাউনলোড করার পর, সেটি ফায়ারবেস ক্লাউড মেসেজিং সিস্টেমে রেজিস্টার হয়ে যায়। এরপর সেখান থেকে গ্রাহকদের কাছে পুশ মেসেজ পাঠানো হয়। এর মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। সূত্র, ইন্ডিয়ান এক্সপ্রেস।