ভোক্তাকণ্ঠ ডেস্ক: এক সময়ের ফিচার ফোনে বেশ জনপ্রিয় ছিল স্নেক গেম। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফিচার ফোনের বদলে সবার হাতে এসেছে স্মার্টফোন। তবে আপনার স্মার্টফোনেই খেলতে পারবেন এই গেম। গুগল ম্যাপ থেকেও স্নেক গেমস খেলতে পারেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপ ভার্সনের গুগল ম্যাপস থেকে এই গেমটি সরাসরি খেলা যাবে। যেকোনো জায়গা থেকেই গেমটি আপনি খেলতে পারবেন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে চালু করা হয়েছে গেমটি।
তবে একটি বিষয় অবশ্যই জেনে রাখুন, সেটি হচ্ছে ফিচার ফোনের মতো ইন্টারনেট কানেকশন ছাড়া গেমটি খেলতে পারবেন না। গুগল ম্যাপস থেকে স্নেক গেমস খেলতে হলে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুগল ম্যাপে গেমটি খেলতে পারবেন-
– প্রথমে অ্যান্ড্রয়েড, আইওএস ফোন থেকে snake.googlemaps.com লিঙ্কে চলে যান।
– উপরের ডান দিকের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন।
– এখানে ‘প্লে স্নেক’ অপশনটি দেখতে পাবেন। যদি না পান, তাহলে অ্যাপটি একবার রিস্টার্ট করে নিন।
– একটা নতুন অপশন দেখতে পাবেন মেনু থেকে।
– এবার ‘প্লে’ বাটনে ক্লিক করুলেই গেমটি শুরু হবে।
– আপনি যে শহর এক্সপ্লোর করতে চান, সেই শহরটি বেছে নিন স্নেক গেমস থেকেই। পাশাপাশি আপনার গন্তব্যটিও বেছে নিতে পারবেন এখানে।
সূত্র: গ্যাজেটস নাও।