মোবাইল ইন্টারনেট সচল, চালু ফেসবুকও

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট ও একদিন বন্ধ থাকার পর ফের মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। চালানো যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ।

সোমবার বেলা ১টার দিকে সরকারি একটি সংস্থা ব্রডব্যান্ড ও বেলা দেড়টার পর মোবাইল ইন্টারনেট চালুর মৌখিক নির্দেশ দেয় বলে জানিয়েছে একটি সূত্র। এরপর ইন্টারনেট চালু হয়।

রোববার বেলা ১২টার পর মোবাইল অপারেটরদের ফোরজি বন্ধ করতে বলা হয়েছিল। অপারেটরা বলেছিল, কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ রেখেছে। আর সোমবার সকাল ১০টার পর ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করতে বলা হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। গত ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা .৩টা থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলক ভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়। পরে ২৮ জুলাই বিকেল ৩টা থেকে সারাদেশে চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা।

রোববার শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় সরকার।