ভোক্তাকণ্ঠ ডেস্ক: ডেস্কটপের গতি কমে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে ডেস্কটপে প্রচুর টেম্প ফাইল এবং আক্ষরিক ভাবেই ধুলোবালি জমা হয়। যন্ত্রাংশগুলো পুরোনো হতে থাকে এবং সফটওয়্যার আপডেট না করার ফলে ডেস্কটপে স্লো হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক ডেস্কটপের গতি বাড়ানোর কিছু উপায়-
- ডেস্কটপের গতি ভালো রাখতে প্রথমেই যে কাজট করতে হবে তা হচ্ছে, নিয়মিত পরিষ্কার করা। নিয়মিত ডেস্কটপের ধুলাবালি পরিষ্কার করুন।
- দেখে নিন আপনার ডেস্কটপে কোনো ভাইরাস আছে কি না! ল্যাপটপে লোডিংয়ের সময় অযথা দেরি হলে ধরে নিন হবে ম্যালওয়্যার হানা দিয়েছে। সে ক্ষেত্রে কোনো ভালো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করে নিন।
- অপ্রয়োজনীয় একাধিক ফাইল জমে জমে ডেস্কটপে স্পিড কমে যেতে পারে। দীর্ঘদিন অব্যবহৃত বা নিতান্ত অপ্রয়োজনীয় ফাইল রিসাইকল বিনে পাঠিয়ে দেওয়াই ভালো।
- ব্রাউজার পরিষ্কার রাখাও জরুরি। সারা দিনের ইন্টারনেট সার্ফিংয়ের উপরও ডেস্কটপের গতি নির্ভর করে। একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখার অভ্যাস আছে অনেকেরই। এতে ব্রাউজার ওভারলোড হয়ে গতি কমে যায় ল্যাপটপের। পাশাপাশি ব্রাউজিং হিস্ট্রি জমিয়ে রাখবেন না। নিয়মিত পরিষ্কার করে ফেলুন।
- আরও একটি কাজ করতে পারেন তা হচ্ছে স্টার্টআপ অ্যাপের সার্ভিস বন্ধ রাখা। এর ফলে পিসি অনেক স্লো হয়ে যায়। কম্পিউটারের গতি তার র্যাম ও রোমের স্টোরেজের উপর নির্ভর করে। তাই র্যাম, রোমের স্টোরেজ খালি রাখুন। পাঁচ বছর পর পর স্টোরেজ আপগ্রেড করুন।
সূত্র: গ্যাজেটস নাও।