ভোক্তাকণ্ঠ ডেস্ক: গরমে স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা বেশি ঘটতে দেখা যায়। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণ হয়েছে, তেমনই ঘরে থেকেও হয়েছে। তবে শুধু গরমেই নয় এমন দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে।
মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচতে যা করবেন তা জেনে নেয়া যাক-
>> মোবাইল ফোন চার্জে দিয়ে গেম খেলা বা চ্যাটিং করবেন না। এমনকি অনেকেই ফোন চার্জে দিয়ে কথা বলেন এটিও করবেন না।
>> মোবাইলে কাভার ব্যবহার করবেন না। ফোনের কাভার ব্যবহারে অনেক সময় ফোন গরম হয়ে বিস্ফোরিত হতে পারে।
>> মোবাইল চার্জ দেওয়ার জন্য উন্নতমানের অথবা সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন।
>> ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন চার্জে দেবেন না। মোবাইল চার্জে দিয়ে ঘুমাতে যাওয়া বিপজ্জনক। এতে মোবাইলের ক্ষতি হয় ও বিস্ফোরণ ঘটতে পারে।
>> কম দামি পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন না। এ ধরনের পাওয়ার ব্যাংক মোবাইলের ব্যাটারি নষ্ট করে দিতে পারে। ঘটাতে পারে বিস্ফোরণ।
>> অনেক সময় ধরে রোদে মোবাইল ফেলে রাখবেন না। এতে বিস্ফোরণ ঘটনার সম্ভবনা রয়েছে।
>> নিম্নমানের ব্যাটারি ও ফোনে চার্জ দেওয়া অবস্থায় কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকুন।
সূত্র: মেক ইউজ অব।