ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঈদ শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনেই বিক্রি শুরু হয়।
শনিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে বিক্রি করা হচ্ছে ২৫ এপ্রিলের টিকিট।
এছাড়া আগামীকাল ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬, ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭, ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট।
ঈদ উপলক্ষে আন্তদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
তবে আন্তদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।