ভোক্তাকণ্ঠ ডেস্ক: পদ্মা সেতুর দক্ষিণে জাজিরা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়ির গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা সৃষ্টির জন্য হাইওয়ে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। সোমবার থেকে এ অভিযান শুরু হয়। যা আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত চলবে।
অভিযানের প্রথম দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ ঘণ্টায় পদ্মা সেতুর দক্ষিণ প্লাজা থেকে বগাইল টোল প্লাজা পর্যন্ত ২৩ কিলোমিটার পথে দ্রুতগতির কারণে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসকে ১৯৬ মামলা দেওয়া হয়েছে।
মাদারীপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ের ওই অংশে ঢাকামুখী দুটি ও ভাঙ্গামুখী দুটিসহ মোট চারটি দল এ অভিযান পরিচালনা করে। প্রতিটি দলে ১০ জনসহ মোট ৪০ জন সদস্য ছিলেন।
মাদারীপুর হাইওয়ের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, এত অল্প সময়ে হাইওয়ের ২৩ কিলোমিটার অংশে দ্রুতগতির কারণে ১৯৬টি মামলা করার নজির নেই। এ সময় দ্রুতগতির কারণে মামলা করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি বলেন, আমরা আশা করছি আমাদের এ বিশেষ অভিযান ফলপ্রসূ হবে এবং মহাসড়কে চলাচলকারী গাড়ির চালকরা সচেতন হবে এবং মহাসড়কের গতিসীমা মেনে যানবাহন চালাবেন। এতে সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা করি।