ভোক্তাকণ্ঠ ডেস্ক: বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট এড়াতে আপাতত সড়কটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া সড়কে শত শত গাড়ি আটকে রয়েছে। সড়কটি সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। এই যানজটের প্রভাব পড়ছে সাভার ও ঢাকা মহানগরেও।
তাই এই যানজট নিরসনে আপাতত ঢাকা-আশুলিয়া সড়ক ব্যবহার না করতে ডিএমপি অনুরোধ জানিয়েছে।
ডিসি ফারুক হোসেন বলেন, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া রোডে গাড়ির ধীরগতি ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই এই সড়কটি আপাতত ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো। এতে যানজট এড়ানো সম্ভব হবে এবং ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।