১৮ জুলাই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা ছিল। মহাসড়কে নেই তেমন কোনো যানবাহন। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে গেছে যেন মহাসড়কে কোন জ্যাম না বাধে সে লক্ষ্যে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে সেতুপূর্ব পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয় রোববার ভোরে। তবে দুপুরের আগেই তা স্বাভাবিক হয়ে যায়।
মহাসড়কে আজ আর তেমন পরিবহন দেখা যায়নি। সকালের দিকে ব্যাপক চাপ ছিল মহাসড়কে। হাইওয়ে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত।