ভোক্তাকণ্ঠ ডেস্ক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতুর ওপরে নির্মিত তৃতীয় শীতলক্ষ্যা সেতুর দ্বার উন্মোচিত হচ্ছে। এতে যুক্ত হবে ১৮টি জেলা। এ সেতুর টোল নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন পাঁচ টাকা ও সর্বোচ্চ ৬২৫ টাকা।
সোমবার বেলা ১২টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতুর প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ বলেন, ওয়াকওয়েসহ ৩৮টি স্প্যানের ওপর দাঁড়িয়ে আছে সেতুটি। সেতুটি হাঁটার পথসহ প্রস্থ ২২ দশমিক ১৫ মিটার। ছয় লেনের টোল প্লাজায় সর্বনিম্ন গুনতে হবে পাঁচ টাকা আর সর্বোচ্চ ৬২৫ টাকা।
সেতুতে ট্রেইলার বা হেভি ট্রাক পারাপারের জন্য গুনতে হবে ৬২৫ টাকা। ট্রাক/ভ্যান, কন্টেইনারবাহী ট্রাক এবং অন্যান্য আরটিকুলেটেড যানবাহনের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। দুই এক্সেল বিশিষ্ট রিজিড ট্রাক/বাণিজ্যিক ব্যবহৃত ট্রাক্টর এবং ট্রেইলারের টোল ২৫০ টাকা।
এদিকে, চালক ব্যতীত ৩১ অথবা তদূর্ধ্ব আসন বিশিষ্ট মােটরযানের টোল ২২৫ টাকা। তিন টন পর্যন্ত পে-লোড ধারণে সক্ষম যানবাহন ১৯০ টাকা।
কৃষি কাজে ব্যবহৃত যানবাহনের জন্য টোল ১৫০ টাকা। মিনিবাসের জন্য ১২৫ ও মাইক্রোবাসের জন্য ১০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ব্যক্তিগত প্রাইভেটকারের জন্য টোল ৬৫ টাকা। সিএনজি-অটোরিকশা-অটোভ্যান জাতীয় থ্রি হুইলারের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।
বাইকের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। অন্যদিকে প্যাডেল চালিত রিকশা বা বাইসাইকেলের জন্য পাঁচ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটি ২০১০ সালে একনেকে অনুমোদন পায়। নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের ২৮ জানুয়ারি। ওয়াকওয়েসহ সেতুটিতে ৩৮টি স্প্যান রয়েছে পাঁচটি নদীতে এবং ৩৩টি পূর্ব ও পশ্চিম প্রান্তে। হাঁটার পথসহ সেতুটির প্রস্থ ২২ দশমিক ১৫ মিটার। এছাড়া, ছয় লেনের টোল প্লাজা এবং দেড় কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ রোডও নির্মাণ করা হচ্ছে।