২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরু হতে যাচ্ছে। তাই কর্মস্থলে ফিরতে শুরু করেছে সবাই। এতে চাঁদপুর লঞ্চঘাটে বেড়েছে যাত্রীদের চাপ।
যাত্রী অনুযায়ী লঞ্চ কম রয়েছে। যার কারণে সব লঞ্চেই যাত্রীদের চাপ লক্ষ করা যায়। শুধু যে চাঁদপুর থেকে মানুষ ঢাকা যাচ্ছে তা নয়, ঢাকা থেকেও অনেক যাত্রী চাঁদপুরে আসছে, জানান লঞ্চঘাটে মালিক প্রতিনিধি।
বিধিনিষেধ মেয়াদ না থাকায় অনেকে ছুটে চলেছেন। এখন কোনো লঞ্চের শিডিউল নেই। যাত্রী পরিপূর্ণ হলেই ঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। শৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশ, কোস্টগার্ড কাজ করছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চঘাটে যাত্রীর চাপ বাড়ছে। লঞ্চঘাটের ভেতরে-বাইরে আমাদের নৌ পুলিশের সদস্যরা কাজ করছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহেদুল ইসলাম।