ভোক্তাকণ্ঠ রিপোর্ট: পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টার মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে ৬টি শর্ত জুড়ে দিয়ে বলা হয়েছে, শৃঙ্খলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে।
সেতু বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চলাচলের সাময়িক অনুমতি দেওয়া হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে -নির্ধারিত টোল পরিশোধ করে ৬০ কিলোমিটার গতিতে সেতু পার হতে হবে; মোটরসাইকেলকে নির্ধারিত টোল বুথ ও নির্ধারিত লেন দিয়ে চলতে হবে; কোনো অবস্থাতে লেন পরিবর্তন ও ওভারটেক করা যাবে না; চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রি ব্যবহার করতে হবে; কোনো অবস্থাতেই সেতুর উপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না এবং চালকসহ সর্বোচ্চ দুই জন মোটরসাইকেলে চড়তে পারবে।
এসব শর্ত মেনে সংশ্লিষ্ট সবাইকে সেতু পারাপারের বিশেষ অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সভা শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন যে, আগগামী ২০ এপ্রিল ভোর ৬ টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে।
আরইউ