ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর মতিঝিল এবং খিলগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র্যাব।
অভিযানে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন পরিচালনার দায়ে ১৯ জনকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রাজধানীর মতিঝিল এবং খিলগাঁও এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অভিযানে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন পরিচালনার দায়ে ১৯ জনকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করে।
র্যাব-৩ সিও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদকে সামনে রেখে অধিক লাভের আশায় যানবাহন মালিক ফিটনেসবিহীন এবং লাইসেন্সবিহীন যানবাহন রাস্তায় নামান। যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এসব যানবাহন যে চালকরা চালান তাদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্সও নেই। তাদের কারণেই রাস্তায় যানজটের পাশাপাশি দুর্ঘটনা বেশি ঘটে। সড়ক দুর্ঘটনারোধে এ অভিযান পরিচালনা করেছে র্যাব।