মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১১ মে) সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মাদারীপুর জেলাজুড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল বাতাস। এতে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। তাই দুর্ঘটনা এড়াতে এই নৌপথে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, গতকাল বিকাল থেকে রাতেও ঝোড়ো বাতাস ও বৃষ্টি ছিল। এ কারণেই দুর্ঘটনা এড়াতে এই রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ভোর থেকে আবারও লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে।