ভোক্তাকন্ঠ ডেস্ক: সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা শুরু হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরভবনের বুড়িগঙ্গা হলে সভা শুরু হয়।
সভা থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রম চালুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে।
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বিষয়টি জানিয়ে বলেন, সভা শেষে সার্বিক পরিস্থিতি সম্পর্কে কথা বলবেন বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
এর আগে, ১৯তম সভা শেষে জানানো হয়, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রম চালু হবে।
আরও জানানো হয়, বিআরটিসির ৩০টি দ্বিতল বাসের মাধ্যমে এ রুটে কার্যক্রম শুরু হবে। যারা প্রাইভেট বাস চালাতে চান, তাদের সুযোগ রয়েছে। আট ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৫৭টি বাস পরিচালনায় আগ্রহ দেখিয়েছে।