ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি কনকচাঁপা সচল হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ার দু’দিন পর রোববার বিকেলে ফেরিটি চালু হয়।
বর্তমানে এ রুটে চারটি ফেরি চলাচল করছে। তবে গত দু’দিনে ফেরির ট্রিপ কমে যাওয়ায় ঘাটে কিছুটা যানজট রয়েছে।
এর আগে গত ২৬ অগাস্ট রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কনকচাঁপা নামের ফেরিটি বিকল হয়ে যায়। এরপর তিন ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছিল। এতে ফেরির ট্রিপ কমে যাওয়ায় সৃষ্টি হয় যানজট। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছিলেন না যাত্রী ও চালক-শ্রমিকরা।
ইলিশা ফেরিঘাটের ম্যানেজার (বিআইডব্লিটিসি) পারভেজ খান জানান, একটি ফেরিতে ত্রুটি দেখা দিয়েছিল, সেটি মেরামত করা হয়েছে, দুপুরের পর থেকে চারটি ফেরিই চলাচল করছে।
ভোলা-লক্ষীপুর রুটে কনকচাঁপা, কৃষাণি, কুসুমকলি ও কদম নামে চারটি ফেরি চলাচল করছে।