ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর সময়সূচিতে এসেছে পরিবর্তন। বুধবার থেকে মেট্রোরেল চলাচল শুরু হয় সকাল সাড়ে ৮টা থেকে, চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এছাড়া মেট্রোরেলের পল্লবী স্টেশনও চালু হয়েছে।
বুধবার সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা গেছে, টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হয়েছে সকাল ৮টায়। সাড়ে ৮টা থেকে ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পর পর চলাচল করছে।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে মেট্রোরেল। পৌণে ১২ কিলোমিটারের এই পথ মেট্রোরেলে পাড়ি দিতে সময় লাগছে ১০ মিনিট ১০ সেকেন্ড।