ভোক্তাকণ্ঠ ডেস্কঃ ঢাকা-জয়দেবপুর রুটে চলাচলরত আন্তঃনগর ট্রেনের যাত্রীদের জন্য মাসিক টিকিট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা ১৫০০ টাকার মাসিক এই টিকিট সংগ্রহ করতে পারবেন কমলাপুর ও জয়দেবপুর রেলস্টেশন থেকে।
ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে দিনে দু’বার চলাচল করা যাবে এ টিকিটের মাধ্যমে।
রেলওয়ের কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, মাসিক এই টিকিট যাত্রীরা কমলাপুর ও জয়দেবপুর থেকে কাটতে পারবেন।
এদিকে, রেলওয়ের মাসিক টিকেট বিক্রির এ সিদ্ধান্তে উচ্ছ্বসিত এ রুটের যাত্রীরাও। তবে টিকেটের মূল্য বেশি হওয়ায় কিছুটা অসন্তোষ রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিয়াজ হাসান নামে একজন লিখেছেন, ‘১৫০০ টাকা একটু বেশি মনে হয়েছে। ১০০০ টাকা হলে ভালো হতো টিকেটের মূল্য।’