ভোক্তাকন্ঠ ডেস্ক: বাস রুট র্যাশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে রুট পারমিট ছাড়া চলাচল করায় দুটি বাস ডাম্পিং করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৩০ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিআরটিএর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়েরবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, অভিযানে রুট পারমিট না থাকায় শতাব্দী পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৮৯৮৭) ও একুশে পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৮০৭৯) দুটি বাস ডাম্পিং করা হয়। অভিযানকালে “সড়ক পরিবহন আইন, ২০১৮” এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।