ভোক্তাকন্ঠ ডেস্ক : রুট পারমিটবিহীন বাস ও পারমিটবিহীন রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলিস্তানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুট পারমিটবিহীন (ঢাকা মেট্রো-ব ১১-০৩৭২ এবং মুন্সীগঞ্জ-জ ১১-০০৬০) দুটি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়া রুট পারমিট ও ট্যাক্স টোকেন মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৬টি গাড়ীকে ১৪ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ। এ যৌথ অভিযানে ডিএসসিসির সঙ্গে অংশ নেয় বিআরটিএ আদালত-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে প্রতিটি বাসে উঠে প্রয়োজনীয় কাগজপত্র দেখা হয়। এছাড়া নির্ধারণ করে দেওয়া চার্ট অনুযায়ী ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে কিনা এ বিষয়েও জানতে চাওয়া হয়। অভিযানের খবর পেয়ে গুলিস্তানের আশপাশের বিভিন্ন সড়কে গণপরিবহনের সংখ্যা কমতে দেখা যায়।