ভোক্তাকণ্ঠ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।
তবে বৃহস্পতিবার মধ্য রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা।
জানা গেছে, আজ (০১ জুলাই) দেওয়া হচ্ছে ০৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ০২ জুলাই দেওয়া হবে ০৬ জুলাইয়ের টিকিট, ০৩ জুলাই দেওয়া হবে ০৭ জুলাইয়ের টিকিট, ০৪ জুলাই দেওয়া হবে ০৮ জুলাইয়ের টিকিট এবং ০৫ জুলাই দেওয়া হবে ০৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।
এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ০৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ০৮ জুলাই দেওয়া হবে ১২ জুলাইয়ের টিকিট, ০৯ জুলাই দেওয়া হবে ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।