ভোক্তাকণ্ঠ ডেস্ক: সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতু থেকে টোল বন্ধ, বাস টার্মিনাল সংস্কারসহ চার দাবিতে ৩৬ ঘণ্টা পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার পর্যন্ত জেলা বাস, মিনিবাস পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ডাকা এ কর্মসূচি চলবে।
সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে জেলা থেকে দূরপাল্লার কোন ধরনের যানবাহন চলাচল করছে না। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে গমনেচ্ছুরা। অনেকেই সকালে নিজ নিজ গন্তব্যে যেতে বাস স্ট্যান্ডে গিয়ে ফিরে এসেছেন।
বৃহস্পতিবার সকালে পরিবহন ধর্মঘটের ডাক দেন জেলা বাস, মিনিবাস পরিবহন মালিক শ্রমিক সমিতির সভাপতি মোজাম্মেল হক।
শনিবার সিলেট আলিয়া মাদরাসার মাঠে নিত্য পণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করবে বিএনপি।
সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ডাকা এ কর্মসূচিতে নেতাকর্মীরা যেসব দাবি উত্থাপন করেছেন সেগুলো হলো- সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতু থেকে টোল বন্ধ; রেজিস্ট্রেশনহীন অবৈধ সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধ করা।