নেত্রকোণা-ময়মনসিংহ রুটে বিআরটিসির দ্বিতল বাস চালু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে পুনরায় চালু হয়েছে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোণা বিএডিসির সামনে থেকে এ বাস চলাচল শুরু হয়েছে।

জানা গেছে, নেত্রকোণা-ময়মনসিংহ রুটে চলাচল করতে মাত্র ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা কার্ড দেখিয়ে যেতে পারবেন ৩০ টাকায়।

২০১৮ সালে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে ছয়টি বাস নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে চালানোর জন্য বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন স্থানীয় এমপি এটিকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনও করেন। কিন্তু পর দিন থেকেই আবার বন্ধ করে দেয় নেত্রকোণা-ময়মনসিংহ বাস মালিক সমিতির সিন্ডিকেট চক্র। পরে এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যানারে আন্দোলন হলেও আর চালু হয়নি বাসগুলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আসায় সাধারণ নাগরিকরা আবারও মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। সবশেষ দীর্ঘ ছয় বছর পর সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবার লক্ষ্যে এই বাস সার্ভিস চালু হয়েছে।

বাস কাউন্টারের শাওন আহমেদ জানান, প্রতি আধ ঘণ্টা পর পর বাসগুলো সারা দিন চলবে। ময়মনসিংহ থেকে তিনটি আসবে এখান থেকে তিনটি যাবে।