ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঈদের কারণে শিডিউল না মেলায় পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন আজ চালানো হবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।
তিনি বলেন, প্রতিদিন ৬৭টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্যে আন্তঃনগর ট্রেন রয়েছে ৪২টি এবং লোকাল ও মেইল ট্রেন রয়েছে ২৫টি। আজ পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ছাড়া সবক’টি ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।
শাহ আলম কিরণ শিশির বলেন, আজকে এবং ১২ তারিখের টিকিট গতকাল (মঙ্গলবার) রাতে আমরা অনলাইন এবং অফলাইন দুই জায়গাতে একসঙ্গে ছেড়েছি। এই দুই দিনের টিকিট বন্ধ করে রাখা হয়েছিল চাঁদ দেখার ওপর নির্ভর করে। কারণ, ঈদের দিন আমাদের আন্তঃনগর ট্রেনগুলো বন্ধ থাকে।
তিনি বলেন, আজকের যাত্রায় যাত্রীর কোনো চাপ ট্রেনে নেই। স্বাভাবিক দিনের মতোই সব ট্রেন চলাচল করছে। যাত্রীর সংখ্যাও অনেক কম।
ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন ঢাকা থেকে রাত সাড়ে ১১টায় ছেড়ে যায়। ১০ ঘণ্টা ২০ মিনিটের যাত্রা শেষে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় পরের দিন সকাল ৯টা ৫০ মিনিটে।
অন্যদিকে, কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭) সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন ঢাকা স্টেশন ছেড়ে যায় রাত ৮টা ৪৫ মিনিটে এবং ৯ ঘণ্টা ২৫ মিনিটের যাত্রা শেষে পরের দিন ভোর ৬টা ১০ মিনিটে ট্রেন কুড়িগ্রাম স্টেশনে পৌঁছায়।